প্রিয় দর্শক, এই পর্বে আমি আপনাদের দেখাবো এইচটিএমএল কি? এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ এর সংক্ষিপ্ত রূপ। ওয়েবসাইট কম্পিউটার এবং মোবাইল সফটওয়্যার বানানোর ক্ষেত্রে এইচটিএমএল এর বিকল্প নেই। আপনি যদি প্রোগ্রামিং সম্বন্ধে জানতে চান বা শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এইচটিএমএল সম্বন্ধে ধারণা নিতে হবে। প্রোগ্রামিং করার জন্য এইচটিএমএল পিএইচপি সিএসএস আপনাকে ভালোভাবে জানতে হবে নতুবা প্রোগ্রামিং শেখা আপনার জীবনে কল্পনা হয়ে থাকবে। মজার ব্যাপার হলো এইচটিএমএল সম্বন্ধে প্রাথমিক ধারনা থাকে তাহলে আপনি আপনার মত প্রোগ্রামিং শুরু করতে পারবেন। সময়ের সাথে তাল মিলিয়ে html এখন html5 এ আপডেট হয়েছে । প্রিয় পাঠক এই পর্বে আমি আপনাদেরকে এইচটিএমএল সম্বন্ধে সাধারণ একটু ধারণা দিলাম। আগামী পর্বে এইচটিএমএল এর প্রাথমিক স্ট্রাকচার আমি যাকে কঙ্কাল নাম দিয়েছি সেই স্ট্রাকচার বা কঙ্কাল নিয়ে আলোচনা করব। প্রিয় উপস্থিতি আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়া। লেখা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এইচটিএমএল শিখে নিন- HTML পর্ব 1
প্রিয় দর্শক, এই পর্বে আমি আপনাদের দেখাবো এইচটিএমএল কি? এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ এর সংক্ষিপ্ত রূপ। ওয়েবসাইট কম্পিউটার এবং মোবাইল সফটওয়্যার বানানোর ক্ষেত্রে এইচটিএমএল এর বিকল্প নেই। আপনি যদি প্রোগ্রামিং সম্বন্ধে জানতে চান বা শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এইচটিএমএল সম্বন্ধে ধারণা নিতে হবে। প্রোগ্রামিং করার জন্য এইচটিএমএল পিএইচপি সিএসএস আপনাকে ভালোভাবে জানতে হবে নতুবা প্রোগ্রামিং শেখা আপনার জীবনে কল্পনা হয়ে থাকবে। মজার ব্যাপার হলো এইচটিএমএল সম্বন্ধে প্রাথমিক ধারনা থাকে তাহলে আপনি আপনার মত প্রোগ্রামিং শুরু করতে পারবেন। সময়ের সাথে তাল মিলিয়ে html এখন html5 এ আপডেট হয়েছে । প্রিয় পাঠক এই পর্বে আমি আপনাদেরকে এইচটিএমএল সম্বন্ধে সাধারণ একটু ধারণা দিলাম। আগামী পর্বে এইচটিএমএল এর প্রাথমিক স্ট্রাকচার আমি যাকে কঙ্কাল নাম দিয়েছি সেই স্ট্রাকচার বা কঙ্কাল নিয়ে আলোচনা করব। প্রিয় উপস্থিতি আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়া। লেখা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
- Title : এইচটিএমএল শিখে নিন- HTML পর্ব 1
- Author :
- Category: HTML_lurning
-
Rating : 100% based on 10 ratings. 5 user reviews.
Item Reviewed: এইচটিএমএল শিখে নিন- HTML পর্ব 1
9 out of 10 based on 10 ratings. 9 user reviews.
No comments:
Post a Comment