mamun.net

Latest News:

Friday, 29 May 2020

এইচটিএমএল শিখে নিন- HTML পর্ব 1

প্রিয় দর্শক, এই পর্বে আমি আপনাদের দেখাবো এইচটিএমএল কি? এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ এর সংক্ষিপ্ত রূপ। ওয়েবসাইট কম্পিউটার এবং মোবাইল সফটওয়্যার বানানোর ক্ষেত্রে এইচটিএমএল এর বিকল্প নেই। আপনি যদি প্রোগ্রামিং সম্বন্ধে জানতে চান বা শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এইচটিএমএল সম্বন্ধে ধারণা নিতে হবে। প্রোগ্রামিং করার জন্য এইচটিএমএল পিএইচপি সিএসএস আপনাকে ভালোভাবে জানতে হবে নতুবা প্রোগ্রামিং শেখা আপনার জীবনে কল্পনা হয়ে থাকবে। মজার ব্যাপার হলো এইচটিএমএল সম্বন্ধে প্রাথমিক ধারনা থাকে তাহলে আপনি আপনার মত প্রোগ্রামিং শুরু করতে পারবেন। সময়ের সাথে তাল মিলিয়ে html এখন html5 এ আপডেট হয়েছে । প্রিয় পাঠক এই পর্বে আমি আপনাদেরকে এইচটিএমএল সম্বন্ধে সাধারণ একটু ধারণা দিলাম। আগামী পর্বে এইচটিএমএল এর প্রাথমিক স্ট্রাকচার আমি যাকে কঙ্কাল নাম দিয়েছি সেই স্ট্রাকচার বা কঙ্কাল নিয়ে আলোচনা করব। প্রিয় উপস্থিতি আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়া। লেখা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Wednesday, 15 April 2020

সত্যিই কি ইন্টারনেট থেকে আয় করা যায়? !!!

হ্যাঁ গুগল এডসেন্স থেকে আয় করা যায়!

এডসেন্স কি ?

এডসেন্স গুগল এর একটি প্রতিষ্ঠান,গুগল এডসেন্স অনলাইন ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন দাতা সংস্থা। সহজ ভাষায় এডসেন্স হচ্ছে ব্লগ বা অয়েব সাইট থেকে টাকা ইনকাম করার জন্য সব চেয়ে ভাল মাধ্যম। আপনার যদি একটি ভাল মানের ব্লগ বা অয়েব সাইট থাকে তাহলে আপনি খুব সহজেই শত শত ডলার ইনকাম করতে পারবেন এডসেন্স এর মাধ্যমে।
এডসেন্স কেন ?
আপনার অয়েব সাইট থেকে টাকা ইনকাম করতে সাহায্য করাই এডসেন্স এর কাম্য। বতর্মান সময়ে প্রায় সকল ধরনের জি্নিষপপত্র অনলাইনেই পাওয়া সম্ভব,তাই অনেকেই তাদের পন্য বিক্রির জন্য অনলাইন ভিত্তিক এড দিয়ে থাকে,আর যেহেতু অনলাইন বিজ্ঞাপন প্রদর্শনের উত্তম মাধ্যম হচ্ছে এডসেন্স,তাই সবাইনির্দিষ্ট পরিমান অর্থের বিনিময়ে এডসেন্স কেই বেছে নেয়।সেই সকল এড আপনার অয়েব সাইট এ প্রদর্শনের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতেপারবেন, যদি আপনার একটি ভালো মানের ব্লগ বা অয়েব সাইট থাকে,সেই সাইটে যদি এডসেন্স এর এড ব্যবহার করেন আর সেই এড এ যদি কেউ ক্লিক করে তাহলে এডসেন্স সেই ক্লিক এর জন্য আপনাকে টাকা প্রদান করবে।

এডসেন্স কিভাবে পাবেন ?

এডসেন্স একাউন্ট পেতে হলে আপনাকে তদের সকল শর্ত মানতে হবে। প্রথমেই আপনার একটি মানসম্মত ব্লগ বা অয়েব সাইট থাকতে হবে। যদি থাকে তাহলে http://www.google.com/adsense এই সাইট এ গিয়ে সাইন আপ এ ক্লিক করুন এবার যে ফর্ম টি আসবে তাতে সঠিক তথ্য প্রদান করুন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এডসেন্স এক থেকে দুই দিন এর মধ্যে আপনাকে জানাবে যে আপনি এডসেন্স এর যোগ্য কিনা।যদি এডসেন্স থেকে আপনার সাইট টি এপ্রুভ করা হয় তাহলে আর দেরি না করে এডসেন্স থেকে এড কোড নিয়ে আপনার সাইট এ কোড গুলি বসিয়ে দিন আর শুরু করে দিন ডলার ইনকাম।

আপনি কি পারবেন এডসেন্স থেকে ইনকাম করতে?

হ্যাঁ আপনিও পারবেন এডসেন্স থেকে ইনকাম করতে,কিন্তু তার জন্য আপনাকে সামান্য পরিশ্রম করতে হবে। ক‌য়েকটি গুন আপনার মধ্যে থাকতেই হবে যেমনঃ আপনাকে কিছুটা ইংরেজি জানতে হবে,ইন্টারনেট সম্বন্ধে ধারনা থা্কতে হবে,,ইনকাম করার জন্য ধৈয‍‌ ধারন করার ক্ষমতা থাকতে হবে। আপনার অয়েব সাইটে ভাল মানের ভিজিটর থাকতে হবে, আর সাইটে প্রচুর ভিজিটর আনার জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটি পোষ্ট করতে হবে। পোষ্টগুলি অবশ্যই আপনার নিজের লেখা হতে হবে,তাহলেই আপনার সাইটে ভিজিটর বারবে ,আর যত ভিজিটর আসবে তত ক্লিক এর সংখ্যা বারবে তখন ইনকামও বারবে। চেষ্টা করে দেখুন আপনিও পারবেন অনলাইন থেকে ঘরেবসে ইনকাম করতে।আপনার মতোই হাজারো বাঙালি ঘরে বসে ইনোকাম করছে তাহলে আপনি পারবেন না কেন? আসাকরি ছোটবেলার কথাটা ভুলে যাবেন না কখনোই "এক বার না পারিলে দেখ শত বার"।

কোথায় এডসেন্স ব্যবহার করা যায়?

এডসেন্স ব্যবহার করে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে একটি প্রাইমারি ডোমেইন থাকতে হবে,যেমনঃwww.yurname.com, তবে যারা প্রথম দিকে টাকা খরচ করে com ডোমেইন কিনতে চান না তদের জন্যও ব্যবস্থা আছে, আপনি প্রথম দিকে http://www.blogger.com সাইট থেকে একটি ব্লগ বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন।আপনার ব্লগে বা সাইটের সার্চ বক্স এর মধ্যেও এড বসাতে পারবেন।ইউটিউব এ এড বসিয়েউ ইনকাম করা যায়।তবে ব্লগারে এড ব্যবহার করাই সবচেয়ে ভাল।

কিভাবে এডসেন্স থেকে টাকা প্রদান করা হয় ?

এডসেন্স থেকে টাকা পাওয়ার মাধ্যম হচ্ছে চেক, এডসেন্স চেক এর মাধ্যমে টাকা প্রদান করে থাকে,আপনার ইনকাম যখন ১০ ডলার অতিক্রম করবে তখন এডসেন্স আপনার এড্রেস ভেরিফাই করার জন্য একটা চিঠি পাঠাবে আপনার দেয়া ঠিকানায়, যদি এড্রেস টি ভেরিফাইড হয়ে থাকে তাহলে আপনার ইনকাম ১০০ ডলার অতিক্রম করলেই এডসেন্স আপনাকে চেক পাঠিয়ে দিবে।

এডসেন্স ব্যবহার করে কত টাকা ইনকাম করা সম্ভব?

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এডসেন্স থেকে কত টাকা ইনকাম করা সম্ভব?অনেকেই এডসেন্স কে সোনার হরিণ বলে মনে করেন। এডসেন্স এর ইনকাম এর অনুপাত দারাবে আপনার কঠোর পরিশ্রম এর উপর,আপনি যত পরিশ্রম করবেন তত বেশি ইনকাম করতে পারবেন।প্রতিদিন যদি আপনার সাইটে ১০০০ ভিজিটর আসে তাহলে ৪-৬ ডলার এর মত আয় করতে পারবেন,তবে ভাল কিওয়ার্ড থাকলে আর বেশি আয় করতে পারবেন।এডসেন্স প্রতি ক্লিক এর জন্য .১ সেন্ট থেকে শুরু করে ২০০ ডলার পর্যন্ত দিয়ে থাকে।চলুন দেখে নেয়া যাক কিছু অয়েব সাইট এর ইনকাম...............
Ranking by earningsWebsiteAdSense Earnings $Views per month
#1Mashable600,00025million
#2Digital Point500,000
#3Plenty Of Fish400,000
#4Digg250,00030million
#5TechCrunch240,000
#6Tweetmeme225,000
#7Perez Hilton200,00030million
#8Weblogs190,00025million
#9Shoe Money140,000
#10Click India85,0005.5million
এই অয়েব সাইট গুলি প্রতি মাসে লাখ লাখ আমেরিকান ডলার আয় করছে শুধু মাত্র এডসেন্স এর এড ব্যবহার করে,আসা করি কিছুটা হলেও ধারনা হয়েছে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন।  

Monday, 13 April 2020

দেখে নিন আপনার পছন্দের DSLR ক্যামেরাটি।

Canon EOS 450D (Digital Rebel XSi / Kiss X2 Digital) Review

Click hare for Best News in khaliajuri!
-------------------------------------------------------
Four and a half years have passed since the first affordable digital SLR from Canon; the EOS 300D (Digital Rebel). In that time we have witnessed two further iterations (the EOS 350D and EOS 400D) leading up to today's fourth generation EOS 450D, with twice the megapixel count of the original (twelve versus six) in a smaller body with a far wider range of functionality and features and a $200 lower list price. Since those heady days in 2004 when the EOS 300D was the only kid on the block we've seen Nikon, Pentax and Olympus all attempt to hit the same sweet spot of size, features and price at the 'lower end' of the DSLR market, with varying degrees of success. Without a doubt the EOS 450D will have to do more today to prove itself in an increasingly crowded market.
On the third page of this review you'll find a detailed breakdown of all of the changes and updates compared to the EOS 400D but the headlines are; a larger 3.0" LCD monitor, Live View with both passive and contrast detect AF, Spot metering, improved auto-focus, 3.5 fps continuous shooting a larger viewfinder and a switch SD/SDHC for storage (all previous cameras in this range were Compact Flash). Other features appear to be inherited from the EOS 40D; 14-bit image pipeline, Highlight Tone priority, optional High ISO noise reduction, 'My Menu' and display of the ISO sensitivity on the viewfinder status line. There's also the new stabilized kit lens (for review and samples click here).

Note that throughout this review we will refer to the EOS 450D by its European name; if you live in other parts of the world you'll know the camera by (in order of silliness) Rebel XSi or Kiss X2 Digital, but they're all the same.

0
এইচটিএমএল শিখে নিন- HTML পর্ব 1 এইচটিএমএল শিখে নিন- HTML পর্ব 1

প্রিয় দর্শক, এই পর্বে আমি আপনাদের দেখাবো এইচটিএমএল কি? এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ এর সংক্ষিপ্ত রূপ। ওয়েবসাইট কম্পি...

0
সত্যিই কি ইন্টারনেট থেকে আয় করা যায়? !!! সত্যিই কি ইন্টারনেট থেকে আয় করা যায়? !!!

হ্যাঁ গুগল এডসেন্স থেকে আয় করা যায়! এডসেন্স কি ? এডসেন্স গুগল এর একটি প্রতিষ্ঠান,গুগল এডসেন্স অনলাইন ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপ...

0
দেখে নিন আপনার পছন্দের DSLR ক্যামেরাটি। দেখে নিন আপনার পছন্দের DSLR ক্যামেরাটি।

Canon EOS 450D (Digital Rebel XSi / Kiss X2 Digital) Review Click hare for  Best News in khaliajuri! -------------------------------...

Copyright © 2014 mamun.net All Right Reserved
^